ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে ড্রেনে মিললো নবজাতক শিশুর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
রাজশাহীতে ড্রেনে মিললো নবজাতক শিশুর মরদেহ রাজশাহীতে ড্রেনে মিললো নবজাতক শিশুর মরদেহ

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) পাশের ড্রেন থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে রাজপাড়া থানা পুলিশ।

 

এখন পর্যন্ত ওই ছেলে নবজাতকের বাবা-মায়ের কোনো হদিস পায়নি পুলিশ। পরিচয় শনাক্তের জন্য মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা ড্রেনের মধ্যে ওই নবজাতক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে ওই নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ওই নবজাতক শিশুর বাবা-মায়ের কোনো হদিস মেলেনি। এজন্য পরিচয় শনাক্তে তার ডিএনএ সংগ্রহ করা হয়েছে।  

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান রাজপাড়া থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এসএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।