ঢাকা, সোমবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানুষের ভোটে আগ্রহ আছে: পরিবেশমন্ত্রী শাহাব

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
মানুষের ভোটে আগ্রহ আছে: পরিবেশমন্ত্রী শাহাব

মৌলভীবাজার: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আছে। তাদের ভোটের আগ্রহ আছে।

তাই তারা স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন। মৌলভীবাজারে প্রথমবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হচ্ছে। ইভিএমে মানুষের ধারণা কম ছিল। তবুও মানুষ ভোট দিতে পারছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে মৌলভীবাজারের বড়লেখা পৌর এলাকার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়া  শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দন প্রমুখ।

জানা যায়, মৌলভীবাজারে এবারের পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ)। আর স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন ও তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

প্রথম ধাপে ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট অনুষ্ঠিত হয়। বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ৪৪৩ জন ভোটার রয়েছেন। করোনা ভাইরাস মহামারির মধ্যেই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে একটানা ভোটগ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
বিবিবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।