ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাইকেল লেন থেকে উচ্ছেদ পুলিশ বক্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
সাইকেল লেন থেকে উচ্ছেদ পুলিশ বক্স

ঢাকা: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সাইকেল লেন দখল করে থাকা পুলিশ বক্স উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (২৮ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউর সাইকেল লেন থেকে অবৈধ পার্কিং, দখল ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে ডিএনসিসি।

অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন।

এসময় মানিক মিয়া অ্যাভিনিউর উভয় পাশের সাইকেল লেন থেকে অবৈধ পার্কিং ও ভাসমান দোকান উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে একটি পুলিশ বক্সসহ প্রায় ৬০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলাকালে সঠিকভাবে মাস্ক পরিধান করার জন্য পথচারীকে উদ্বুদ্ধ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এসএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।