ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ড. মসিউর রহমানের স্ত্রীর মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
ড. মসিউর রহমানের স্ত্রীর মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রীর শোক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ফাইল ফটো

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

সোমবার (২৮ ডিসেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রওশন রহমান ইভা।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এমআইএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।