ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাজীপুরে পিকআপ ভ্যানচাপায় মা-ছেলে নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
গাজীপুরে পিকআপ ভ্যানচাপায় মা-ছেলে নিহত 

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় পিকআপ ভ্যানচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে ধামরাই আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুরের কোতোয়ালি থানার শ্রীরামপুর এলাকার বাদশা মিয়ার স্ত্রী লিমা আক্তার (৩৬) ও ছেলে লিখন (৬)।  

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসাইন বাংলানিউজকে জানান, উপজেলার টেংলাবাড়ী এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে বাসা ভাড়া করে থাকেন বাদশা। সেখান থেকে বাদশা নির্মাণ শ্রমিকের কাজ ও তার স্ত্রী লিমা স্থানীয় একটি কারখানায় চাকরি করে আসছিলেন। দুপুরে ডিটারজেন্ট পাউডার কিনতে লিমা ছেলে লিখনকে নিয়ে ভাড়া বাসার পাশের একটি দোকান যাচ্ছিলেন। এক পর্যায়ে ধামরাই আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় কালিয়াকৈর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।