ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাদুল্লাপুরে আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
সাদুল্লাপুরে আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার  প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে আগুনে পুড়ে সাহেলা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউল করিম দুলা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সালেহা বেগম ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী বিশার স্ত্রী।  

রবিউল করিম দুলা বাংলানিউজকে জানান, তীব্র শীত নিবারণের জন্য হতদরিদ্র সাহেলা বেগম নিজ বাড়ির আঙিনায় আগুন পোহাচ্ছিলেন। হঠাৎ পরনের শাড়িতে সেই আগুন লেগে গিয়ে তার সমস্ত শরীর ঝলসে যায়।  

তিনি আরও জানান, পরে স্থানীয়ভাবে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিলেও তাকে বাচাঁনো সম্ভব হয়নি।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবী নেওয়াজ বাংলানিউজকে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হবে।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।