ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

মাসুদ রানা উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের গাছপাড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে নাগেশ্বরী পৌরসভার বকশীর খামার গ্রামে এ ঘটনা ঘটে।

বকশীর খামার গ্রামে মাসুদ রানার শশুর আব্দুর রহমানের পরিবারের সদস্যরা 

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে মাছ ধরতে পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটর (পানির পাম্প) স্থাপন করেন শ্বশুরবাড়ির লোকজন। এসময় শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মাছ ধরার কাজে সম্পৃক্ত হলে মাসুদ রানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

নাগেশ্বরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন করীর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।