ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সদর উপজেলায় হিজুলী ও বাসস্ট্যান্ড এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।  

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বাংলানিউজকে বলেন, সকালে একটি পিকআপ ভ্যানে কাজে যাচ্ছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। পিকআপ ভ্যানটি উপজেলার হিজুলী এলাকায় নির্মাণ শ্রমিকবাহী পিকআপটি উল্টে যায় এবং পিকআপের নিচে চাপা পড়ে সদর উপজেলার গাবতলী এলাকার আলতু মিয়ার ছেলে আলম মিয়া (৪০) এবং একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে সিদ্দিক (৪০) মিয়া নামে দুই শ্রমিক মারা যান।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের চাপায় আজিজুর রহমান (৪৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। নিহত আজিজুর রহমান টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ফাইজপুর গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।