ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ঢাকা শিশু হাসপাতালকে ১০ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, ডিসেম্বর ৩০, ২০২০
ঢাকা শিশু হাসপাতালকে ১০ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা: জন্মগত শিশু হৃদরোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে ঢাকা শিশু হাসপাতালে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় প্রধানমন্ত্রীর প্রেস উইং।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা শিশু হাসপাতালে ১০ কোটি টাকা দিয়েছেন। বিনা অপারেশনে জন্মগত শিশু হৃদরোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে এ আর্থিক সহায়তা করা হয়েছে।  

বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদের কাছে ১০ কোটি টাকার চেকটি হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা,  ডিসেম্বর ৩০, ২০২০
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ