ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে ইলেক্ট্রিক মিস্ত্রির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, ডিসেম্বর ৩০, ২০২০
রাজধানীতে ভবন থেকে পড়ে ইলেক্ট্রিক মিস্ত্রির মৃত্যু

ঢাকা: রাজধানীর রাজারবাগে ভবন থেকে পড়ে জনি (২৩) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

জনি নোয়াখালী চাটখিল উপজেলার নজরুল ইসলামের ছেলে।

তিনি রাজধানীর শাহজাহানপুর কলোনীতে থাকতেন। গত ৫ মাস আগে তিনি বিয়ে করেছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মতিঝিল থানার উপপরিদশর্ক (এসআই) কৃষ্ণ দাস বাংলানিউজকে জানান, রাজারবাগ পুলিশ টেলিকম ভবনের পাশে একটি ২০তলা ভবনের ১৫ তলায় ইলেক্ট্রিকের কাজ করছিলেন জনি। একপর্যায়ে তিনি সেখান থেকে নিচে পড়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই কৃষ্ণ দাস।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।