ঢাকা, শনিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
বরিশালে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় বাসুদেব মুখার্জি (৭২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম বাংলানিউজকে জানান, বাসুদেব মুখার্জি ডায়াবেটিকস রোগী হওয়ায় প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন। রাস্তা পার হওয়ার সময় তাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই বাসুদেবের মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রাকটি ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ