ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

২০২০ ছিল অশ্রুশিক্ত একটি বছর: জাতিসংঘ মহাসচিব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
২০২০ ছিল অশ্রুশিক্ত একটি বছর: জাতিসংঘ মহাসচিব

ঢাকা: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ২০২০ সালটি ছিল পরীক্ষা, দুঃখজনক ঘটনাবহুল এবং অশ্রুশিক্ত একটি বছর। করোনা আমাদের জীবনকে পাল্টে দিয়েছে এবং বিশ্বকে দুর্ভোগ ও শোকের মধ্যে ডুবিয়ে দিয়েছে।

হারিয়ে গেছে অনেক প্রিয়জন এবং ক্রমবর্ধমান মহামারি, অসুস্থতা এবং মৃত্যুর নতুন ঢেউ তৈরি করছে। ২০২১ সালের নববর্ষ উপলক্ষে দেওয়া একবার্তায় তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এক বার্তায় জাতিসংঘের মহাসচিব বলেন, দারিদ্র্য, অসাম্য এবং ক্ষুধা বাড়ছে। চাকুরি হারিয়ে যাচ্ছে এবং ঋণ পাহাড়সম হচ্ছে। ছেলে-মেয়েরা লড়াই করে যাচ্ছে। পারিবারিক সহিংসতা বাড়ছে এবং সর্বত্রই বিরাজ করছে নিরাপত্তাহীনতা। তবে আগত নতুন বছরে আমরা আশার আলো দেখতে পাচ্ছি।

তিনি বলেন, প্রতিবেশী ও অপরিচিতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে মানুষ। সম্মুখযোদ্ধারা তাদের সব কিছু উজাড় করে দিচ্ছেন। বিজ্ঞানীরা রেকর্ড সময়ের মধ্যে ভ্যাকসিন তৈরি করছেন ও  জলবায়ু বিপর্যয়রোধে দেশগুলো নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে। আমরা ঐক্য ও সংহতি নিয়ে যদি একসঙ্গে কাজ করি, তবে আশার এ আলো বিশ্বজুড়ে পৌঁছাতে পারে। এটিই এ কঠিন বছরের শিক্ষা।

একটি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যতের পথে রূপান্তরের অংশ হিসাবে জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ মহামারি উভয় সঙ্কটই শুধু সবাই মিলে সামলানো যেতে পারে।

২০২১ সালের জন্য জাতিসংঘের প্রধান লক্ষ্য হলো কার্বন নিরপেক্ষতার জন্য একটি বৈশ্বিক জোট গঠন করা অর্থাৎ ২০৫০ সালের মধ্যে নির্গমন নিট শূন্যে নামিয়ে আনা। এ স্বপ্ন অর্জনের জন্য প্রতিটি সরকার, শহর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং স্বতন্ত্র ব্যক্তি একটি ভূমিকা পালন করতে পারে।

জাতিসংঘের মহাসচিব বলেন, আসুন আমরা আমাদের নিজেদের মধ্যে এবং প্রকৃতির সঙ্গে শান্তি স্থাপন, জলবায়ু সঙ্কট মোকাবিলা, করোনার বিস্তার বন্ধ এবং ২০২১ সালকে নিরাময়ের বছরে পরিণত করি।

মারাত্মক ভাইরাসটির প্রভাব থেকে নিরাময়। ভেঙেপড়া অর্থনীতি এবং সমাজ থেকে নিরাময়। বিভাজন থেকে নিরাময়। এবং গ্রহটির নিরাময় শুরু করা। এগুলো অবশ্যই আমাদের নতুন বছর ২০২১ সালের প্রত্যয়। জাতিসংঘের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে একটি শুভ এবং শান্তিপূর্ণ নববর্ষের শুভেচ্ছা জানাই।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।