ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে সিঁড়ি থেকে পড়ে আহত শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
নীলফামারীতে সিঁড়ি থেকে পড়ে আহত শিশুর মৃত্যু ফাইজ মুত্তাকী বেগ ও তার বাবা

নীলফামারী: নীলফামারীতে বাসার সিঁড়ি থেকে পড়ে আহত ফাইজ মুত্তাকী বেগ (১০) নামের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় ওই শিশু।

ফাইজ নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, মুত্তাকী নীলফামারীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। গত ২৫ ডিসেম্বর দুপুরে নীলফামারী শহরের সার্কিট হাউজ সড়কের ভাড়া বাসার চতুর্থ তলায় উঠার সময় পা পিছলে পড়ে আহত হয়। পরে তাকে রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার ভোরে মারা যায়।

বৃহস্পতিবার বিকালে তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার গছাহার চম্পাতলী গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাজায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের কমিশনার মো. আব্দুল ওয়াহাব, নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।