ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ভবন থেকে পড়ে ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
গাজীপুরে ভবন থেকে পড়ে ২ জনের মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন নলজানি এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে এ ঘটনাটি ঘটেছে।



নিহতরা হলেন জামালপুরের বকশীগঞ্জ থানার বিন্দারচর এলাকার আবু বক্করের ছেলে শাকিব (২৫) ও কুড়িগ্রামের ফুলবাড়ী থানার আটিয়াবাড়ী এলাকার সালাম (৪৫)। তারা গাজীপুরে বাসা ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নলজানি এলাকায় একটি ৮তলা নির্মাণাধীন ভবনের ৬তলায় লিফটের কাজ করছিল সালাম ও শাকিব। কাজের একপর্যায়ে তারা ৬তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। এসময় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, নির্মাণাধীন ভবন থেকে পড়ে ওই দুইজন নির্মাণ শ্রমিক মারা যায়। মরদেহ দুটি ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওই এসআই।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০ 
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।