ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিনিকল চালু করে আখ চাষিদের বাঁচানোর দাবি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
চিনিকল চালু করে আখ চাষিদের বাঁচানোর দাবি চিনিকল চালুর দাবিতে মানববন্ধন, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি চিনিকল চালু, চিনিকলে চাকুরিরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী এবং আখ চাষিদের পাওনা পরিশোধের দাবি জানিয়েছে ফরিদপুর চিনিকল পরিবার।  

শুক্রবার (১ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।

 

চিনিকল চালু করে আখ চাষিদের বাঁচানোর দাবি জানিয়ে বক্তব্য দেন ফরিদপুর চিনিকল শ্রমিক পরিবারের সন্তান ড. রাসেল আহমেদ, কেয়া ইসলাম, লিখন ও হিরণ মিয়াসহ অনেকে।  

মানববন্ধনে চিনিকল পরিবারের সন্তান কেয়া বলেন, এখানে আমাদের আবেগ আছে, অনুভূতি আছে। চিনিকলে কতো মধুর সময় কাটিয়েছি। আজ আমার সন্তানদের নিয়ে দেশের ঐতিহ্য চিনিকল দেখাতে পারছি না। আমরা চিনিকল পরিবারের সন্তনরা আজ মানববন্ধন থেকে অনুরোধ করবো, আসুন আমরা সবাই মিলে চিনিকলকে বাঁচাই, আখচাষিদের বাঁচাই। আমরা আশা করি, প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রী দেশের ভারী শিল্প দেশি চিনিকলগুলোকে আধুনিকায়ন করে রক্ষা করবেন।  

এসময় চিনিকলে চাকুরিরত শ্রমিক-কর্মচারীর পরিবারের সন্তান ও সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
টিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।