ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশ হেফাজতে আইনজীবীর মৃত্যু: এসআই প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
পুলিশ হেফাজতে আইনজীবীর মৃত্যু: এসআই প্রত্যাহার এসআই মহিউদ্দিন মাহি

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন মাহিকে ক্লোজড করা হয়েছে। সোমবার দিবাগত রাতে তাকে গোয়েন্দা পুলিশ থেকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ খবর নিশ্চিত করেন বরিশাল  মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

তিনি জানান, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একটি অভিযোগের তদন্ত চলায় তাকে প্রত্যাহার করা হয়।

বরিশাল আইনজীবী সমিতির শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিম রেজাকে মাদক ব্যবসায়ী সাজিয়ে গ্রেফতারের পর নির্যাতন করায় তার মৃত্যু হয় বলে অভিযোগ করে রূপাতলী সাগরদী এলাকার আব্দুল হামিদ খান সড়কের বাসিন্দা নিহত রেজাউলের পরিবার। শনিবার (২ জানুয়ারি) রাত ১২টা ৫ মিনিটে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রেজাউল।

এ ঘটনার প্রতিবাদে রোববার বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও এসআই মহিউদ্দিনের বাড়িতে হামলা করে। ওই দিনই উপকমিশনার মোকতার হাসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি কাজ শুরু করার পরই প্রত্যাহার করা হলো এসআই মহিউদ্দিন মাহিকে।

নিহত রেজাউলের বাবা ইউনুস মুন্সী জানিয়েছেন, সোমবার কোতয়ালী থানায় মামলা দায়েরের জন্য গিয়েছিলেন তিনি। কিন্তু থানার ওসি মামলা নেননি। মঙ্গলবার আদালতে মামলা করবেন বলেও জানান নিহত আইনজীবীর বাবা।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়া‌রি ০৫, ২০২০
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।