ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে ভাল্লুকের আক্রমণে আহত জুম চাষি

ডিস্ট্রিক্ট করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
বান্দরবানে ভাল্লুকের আক্রমণে আহত জুম চাষি ...

বান্দরবান: বান্দরবানে ভাল্লুকের আক্রমণে গুরত্বর আহত হয়েছেন তংতং ম্রো (৩৫) নামে এক জুম চাষি।

মঙ্গলবার (২০ এপিল) সন্ধ্যায় বান্দরবানের রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবু পাড়ায় এই ঘটনা ঘটে।

জানা যায়, বাড়ির পাশে জুমে কাজ করার সময় গহীণ পাহাড় থেকে একটি বন্য ভাল্লুক এসে তংতংকে কামড় দিয়ে গুরুত্বর আহত করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে রেফার করা হয়।

এদিকে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফারের সিদ্ধান্ত নেন চিকিসকরা।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আর এম ও) ডা. নয়ন কান্তি দাশ বাংলানিউজকে জানান, ভাল্লুকে কামড়ানো আহত রোগীকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।