ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

রাজা রামার প্রতি থাই দূতাবাসের শ্রদ্ধা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, অক্টোবর ২১, ২০২১
রাজা রামার প্রতি থাই দূতাবাসের শ্রদ্ধা

ঢাকা: থাইল্যান্ডের প্রয়াত রাজা চুলালংকর্ন দ্য গ্রেটের (রাজা রামা- পঞ্চম) প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকার থাই দূতাবাস।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দূতাবাসে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়।

ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদী সুমিতমোরের নেতৃত্বে থাই দূতাবাসের কর্মকর্তারা রাজা রামার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রসঙ্গত, থাইল্যান্ডের রাজা রামা ১৮৬৮ থেকে ১৯১০ পর্যন্ত তার শাসনামলে থাইল্যান্ডে বেশ কয়েকটি বড় ধরনের সংস্কারের নেতৃত্ব দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।