ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ১১ যাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
কেরানীগঞ্জে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ১১ যাত্রী

কেরানীগঞ্জ: বৈরী আবহাওয়ায় হুড়োহুড়ি করে নৌকায় উঠতে গিয়ে নৌকাডুবিতে অল্পের জন্য রক্ষা পেলেন ঢাকার কেরানীগঞ্জের ১১ যাত্রী।  

সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে খোলামোড়া ঘাটের পার্শ্ববর্তী হোসেন মাঝি ঘাটে নৌকায় উঠতে গিয়ে ঘাটেই নৌকা ডুবে যায়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কবলে পড়া সকলেই কেরানীগঞ্জের খোলামুড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃষ্টির জন্য ঘাটে একটি মাত্র নৌকা ছিল। সে তুলনায় যাত্রী বেশি থাকায় নৌকায় উঠতে প্রতিযোগিতায় নামে যাত্রীরা, ছোট নৌকায় একসঙ্গে বেশি যাত্রী ওঠায় অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাটি উল্টে গিয়ে সবাই নদীতে পড়ে যায়।

বরিশুল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সোবাহান মিয়া বাংলানিউজকে জানান, নৌকা ডুবির একটি খবর পেয়ে ঘটনাস্থলের সঙ্গে সঙ্গেই টিম পাঠানো হয়েছে। তবে নৌকাটি ঘাটে উল্টে যাওয়ায়, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘাটে প্রায়ই নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকা চলাচল করে, আমরা এ বিষয়ে ইতোমধ্যে বেশ কয়েকবার মাঝিদের সাবধান করেছি। এরপরও যদি নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত যাত্রী বোঝাই করে নৌকা চলাচল করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।