ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে

ঢাকা: প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছেন ওই মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছেন বলে সূত্র জানিয়েছে।

মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিবের কাছে পদত্যাগপত্রটি জমা দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বক্তব্য সরকার ও দলকে বিব্রত করেছে। সে কারণে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করতে বলেছেন। সে অনুযায়ী ডা. মুরাদের স্বাক্ষর করা পদত্যাগপত্র ইত্যোমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে গেছেন তার জনসংযোগ কর্মকর্তা।  

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।

আরও পড়ুন:
পদত্যাগপত্র দপ্তরে পাঠিয়েছেন মুরাদ হাসান
নারীদের কাছে ক্ষমা চাইলেন মুরাদ

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
এমআইএইচ/জিসিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।