ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যত টিকা দরকার ভারত দেবে  

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
যত টিকা দরকার ভারত দেবে  

ঢাকা: করোনাভাইরাসের যত ডোজ টিকার দরকার বাংলাদেশকে তা ভারত সরবরাহ করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, চুক্তির আরও ৫ মিলিয়ন (৫০ লাখ)টিকা ভারত দেবে।

তিনি বলেন, যা লাগে সব দেবে। এটুকু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছেন যে, বাংলাদেশের এ ব্যাপারে ভাবনার কারণ নেই। বাংলাদেশের যত ডোজ দরকার ভারত সরবরাহ করবে।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের বলেন, চুক্তির আরও ৫ মিলিয়ন টিকা ভারত দেবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১ 
এমআইএইচ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।