ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘স্বাস্থ্য নিয়ে ব্যবসা অত্যন্ত ঘৃণ্য অপরাধ’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
‘স্বাস্থ্য নিয়ে ব্যবসা অত্যন্ত ঘৃণ্য অপরাধ’ ডা. জাফরুল্লাহ চৌধুরী, ছবি: সংগৃহীত

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, স্বাস্থ্যসেবা নিয়ে ব্যবসা অত্যন্ত ঘৃণ্য অপরাধ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে অনুষ্ঠিত ‘কোভিড ১৯ ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, ডেলটা, অমিক্রন- বিজ্ঞান, নৈতিকতা, বৈষম্য’ বিষয়ক এক সেমিনারে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের কিট অনুমোদন না পাওয়ার বিষয়ে উল্লেখ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজনও সাইন্স (বিজ্ঞান) পড়েনি। মন্ত্রী সাহেবও বিজ্ঞান বোঝেন না, সেক্রেটারি সাহেবও কোনোদিন বিজ্ঞান পড়েছেন কিনা জানিনা। অথবা এখানে লেনদেনের সুবিধা নেই বলে তাদের সময় নেই। তাদের উৎসাহ অনেক বেশি দ্বিগুণ দামে ভ্যাকসিন কিনতে। প্রায় ১৪ ডলার দিয়ে তারা ভ্যাকসিন ক্রয় করেছেন প্লেনের ভাড়া ছাড়াই।

তিনি আরও বলেন, আমাদের (গণস্বাস্থ্য কেন্দ্র) একটাই অপরাধ আমরা কিট নিয়ে ব্যবসা করতে চাইনি। মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে ব্যবসা একটি অত্যন্ত ঘৃণ্য অপরাধ বলে আমি মনে করি। এটার বিচার একদিন হবে। খালেদা জিয়াকে জেলে রাখার থেকেও স্বাস্থ্য নিয়ে ব্যবসা খারাপ অপরাধ। বর্তমানে সময়ে মেডিক্যাল পলিটিক্সটাকে আরও ভালোভাবে বোঝা দরকার।

সেমিনারে আরও বক্তব্য দেন- গণ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীল, বিএসএমএমইউয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

সেমিনার পরিচালনা করেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিবুল্লাহ খন্দকার।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
আরকেআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।