ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দখল হওয়া খাস জমি ভূমিহীনদের মাঝে বরাদ্দের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
দখল হওয়া খাস জমি ভূমিহীনদের মাঝে বরাদ্দের সুপারিশ

ঢাকা:  দখলদারের হাত থেকে খাস জমি উদ্ধারের পর ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (৮ ডিসেম্বর) জাতীয় সংসদের ভূমি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম ও মো. আমিনুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে চা বাগানসহ লিজ দেওয়া জমি থেকে সরকার যথাযথভাবে ভূমি উন্নয়ন কর পাচ্ছে কি না, তা পারিদর্শন করে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়।

বিভিন্ন স্থানে দখলদারের হাত থেকে খাস জমি উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি উদ্ধার করা জমি ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেওয়ার সুপারিশ করে কমিটি।

বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের অধিনস্থ কর্মকর্তা-কর্মচারীদের সেবার মান উন্নত করে সেবা গ্রহিতাদের হয়রানি বন্ধের সুপারিশ করা হয়। সেই সঙ্গে দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়।

ভবিষ্যতে ভূমি ব্যবস্থাপনার সুবিধার কথা বিবেচনা করে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সফট্ওয়্যার নির্মাণের কার্যক্রম চলছে বলে বৈঠকে অবহিত করা হয়। এ সময় কর্মপরিকল্পনার একটি তথ্য চিত্র বৈঠকে উপস্থাপন করা হয়।

ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
এসকে/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।