ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের সাংবাদিককে গলা কেটে হত্যার হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
বাংলানিউজের সাংবাদিককে গলা কেটে হত্যার হুমকি হুমকিদাতা মাহবুব আলম লিকু

লালমনিরহাট: সংবাদ প্রকাশের জের ধরে বাংলানিউজের লালমনিরহাট ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট খোরশেদ আলম সাগরকে জবাই করার হুমকি দিয়েছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী মাহবুব আলম লিকু।  

সোমবার (২৭ ডিসেম্বর) রাতে নিজের জীবন ও পরিবারের নিরাপত্তা চেয়ে আদিতমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন খোরশেদ আলম সাগর।

 

হুমকিদাতা মাহবুব আলম লিকু আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের টাওয়ার পাড়ার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে লালমনিরহাট শহরের টিঅ্যান্ডটি পাড়ার বাসিন্দা তিনি। তিনি আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী হিসেবে কর্মরত।  

জিডি সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টার বরাদ্দে অনিয়ম তুলে ধরে গত ২৫ নভেম্বর বাংলানিউজে ‘কাকের বাসায় কোকিলের বাস! রাজস্ব হারাচ্ছে সরকার’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন বাংলানিউজের লালমনিরহাট ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট খোরশেদ আলম সাগর। এতে ক্ষিপ্ত হন হাসপাতালের প্রধান অফিস সহকারী মাহবুব আলম লিকু।

ওই হাসপাতাল এলাকার আব্দুল আউয়ালের ছেলে ভাদাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঙ্গে প্রতিবেদক খোরশেদ আলম সাগরের সখ্য থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা ওই নিউজের পেছনে ইকবালের হাত রয়েছে। তাই সাংবাদিক সাগর ও ইকবালকে বিভিন্ন সময় দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছেন লিকু।  

এর জের ধরে সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে লিকু তার ০১৭১৮৮৭৮০৪৫ নম্বর থেকে ইকবাল হোসেনের ০১৯২৬৬০৯৬৪৩ নম্বরে দুইবার কল দেন। কিন্তু তা রিসিভ করেননি ইকবাল। পরে ইকবাল সন্ধ্যা ৭টা ১০ মিনিটে লিকুকে ফোনকল ব্যাক করলে তিনি কল রিসিভ করেই হাসপাতাল নিয়ে নিউজ করায় সাংবাদিক সাগরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে সাংবাদিক সাগরকে ও সাগরকে শেল্টার দেওয়ার অভিযোগে ইকবালকে জবাই করার হুমকি দেন লিকু।

এক মিনিট ৫০ সেকেন্ডের এ কল রেকর্ডে লিকু বলেন, ‘ইকবাল আমার মাথা গরম হয়েছে। কত বড় সাংবাদিক হয়েছে, দেখবো। লোকজন নিয়ে আসতেছি জবাই করব। তুই শেল্টার দিচ্ছিস, তোকেও জবাই করব। ও (সাংবাদিক সাগর) কোথায় রে?’। প্রথম দিকে সাংবাদিক সাগরের পরিবার নিয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করেন লিকু।  

এ ঘটনায় নিজের ও ইকবালের জীবন এবং উভয়ের পরিবারের নিরাপত্তা চেয়ে সোমবার রাতেই আদিতমারী থানায় জিডি করা হয়। জিডি নং- ১২০৮।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।