ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

লোহাগড়ায় দুই শতাধিক শীতার্ত পেল বসুন্ধরার কম্বল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
লোহাগড়ায় দুই শতাধিক শীতার্ত পেল বসুন্ধরার কম্বল

নড়াইল: বসুন্ধরা গ্রুপের অর্থায়নে নড়াইলের লোহাগড়া উপজেলায় দুইশতাধিক শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (২ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদের লোহাগড়াস্থ ডাকবাংলো চত্বরে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে ও কালের কণ্ঠ পত্রিকার শুভ সংঘের ব্যবস্থাপনায় এ কম্বল বিতরণ করা হয়।

লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ মসিয়ূর রহমান প্রধান অতিথি হিসেবে দুই শতাধিক শীতার্তদের মধ্যে এ কম্বল বিতরণ করেন।

কালের কণ্ঠের লোহাগড়া উপজেলা প্রতিনিধি এস.কে ইকবাল হাসান অনুষ্ঠান পরিচালনা করেন।

এসময় নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিকদার আজাদ রহমান, কালের কণ্ঠের নড়াইল জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম তুহিন, লোহাগড়া পৌরসভার ০৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রাজিয়া সুলতানা বিউটি, কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া, কাউন্সিলর মো. সাহিদুর রহমান সাবু, কাউন্সিলর মো. ফারুক হোসেন, প্রভাষক মো. শরিফুল ইসলাম, শিক্ষক মো. লিটন রেজা, কালের কণ্ঠ শুভ সংঘের নড়াইল জেলা কমিটির প্রচার সম্পাদক গাজী মফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ বুলবুল ইসলাম, তাজুল ইসলাম কুটিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মসিয়ূর রহমান বলেন, প্রচণ্ড শীতে কম্বল দিয়ে দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ফলে মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। কম্বল বিতরণ করায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, কালের কণ্ঠ পত্রিকার সম্পাদকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

ভবিষ্যতে বসুন্ধরা গ্রুপ কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রাখাসহ পরিধির আকার বাড়াবে বলে অতিথিরা আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।