ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

খিলগাঁওয়ে ৪ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
খিলগাঁওয়ে ৪ ছিনতাইকারী গ্রেফতার ...

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ছিনতাইকারী একটি চক্রের চার সদস্য গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

চক্রের গ্রেফতার সদস্যরা হলেন মো. রিফাত (২০), মো. দিপু (১৯), শান্ত সিদ্দিক (২২) এবং মো. পারভেজ (১৯)।

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক বাংলানিউজকে জানান, রোববার রাতে খিলগাঁও থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৪টি সুইচ গিয়ার চাকু, ৫ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তিনি জানান, আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর খিলগাঁও, রামপুরা, বনশ্রীসহ আশপাশ এলাকায় পথচারী, রিকশা আরোহী এবং সিএনজি অটোরিকশার যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এসজেএ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।