ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাধারণ মানুষকে সহজে সেবা দিতে প্রশাসনকে নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
সাধারণ মানুষকে সহজে সেবা দিতে প্রশাসনকে নির্দেশ

হবিগঞ্জ: সাধারণ মানুষকে দ্রুত ও সহজে সেবা দেওয়ার মধ্য দিয়ে প্রশাসনকে জনবান্ধব করার নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

হবিগঞ্জে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

শনিবার (৮ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ম্যানেজার বাংলোতে সভার আয়োজন করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সাধারণ জনগণ প্রশাসনকে সরকার মনে করে। প্রশাসন থেকে তারা ভাল সেবা পেলে সরকারকে ভাল বলে ও সেবা না পেলে সরকারের দুর্নাম করে। এজন্য তিনি দ্রুত ও সহজভাবে জনগণকে সেবা দেওয়ার জন্য উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন।

এ সময় প্রতিমন্ত্রীর একান্ত সচিব নূরুল ইসলাম, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম ও হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ নাজমুল হাসানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সপরিবারে সুরমা চা বাগানের বিভিন্ন দিক ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।