ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

নওগাঁয় ফসলের মাঠে গৃহবধূর রক্তাক্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
নওগাঁয় ফসলের মাঠে গৃহবধূর রক্তাক্ত মরদেহ প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার ফসলের মাঠ থেকে জান্নাতুন ফেরদৌস (৩৬) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

জান্নাতুন বীরগ্রাম গ্রামের ইফতেখার আশরাফের স্ত্রী।

জান্নাতুনের স্বজনেরা জানান, বুধবার সন্ধ্যায় তিনি এক প্রতিবেশির বাড়িতে যাওয়ার কথা বলে বের হন। পরে না ফেরায় ওই প্রতিবেশির বাড়িতে তার খোঁজ করলে তারা জানান জান্নাতুন সেখানে যায়নি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

আজ সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা মাঠের মধ্যে জান্নাতুনের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারে খবর দেন। পরে তার পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

ওসি কেএম রাকিবুল হুদা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের অন্যান্য স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তার মৃত্য নিশ্চিত করে মরদেহ ফেলে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।