ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে একটি বাড়ির দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে বাপ্পী (সাড়ে ৪ বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উত্তর যাত্রাবাড়ী ইসলামী হাসপাতাল গলির আমজাদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা গ্রামের পিকআপ ভ্যানচালক মো. স্বপনের ছেলে বাপ্পী। বাবা-মায়ের সঙ্গে থাকতো ইসলামী ব্যাংক গলির একটি টিনশেড বাসায়। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল মেজ।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বাবা স্বপন জানান, দুপুরে বাসার বাইরে ছিলেন তিনি। তখন বাসা থেকে খবর দিলে গিয়ে ছেলেকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, যতটুকু জানতে পেরেছি সে পাশের বাসার ছাদে খেলছিল। ছাদে রেলিং ছিল না। সেখান থেকে নিচে পড়ে যায় সে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। স্বজনরা দাবি করছেন, ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে শিশুটি।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।