ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে ফাঁদ পেতে মেছোবাঘ ধরলেন স্থানীয়রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
রাজবাড়ীতে ফাঁদ পেতে মেছোবাঘ ধরলেন স্থানীয়রা মেছোবাঘ

রাজবাড়ী: রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নের উদয়পুরের কাঠালতলা গ্রামে ফাঁদ পেতে ধরা হয়েছে বিপন্ন প্রজাতির এক মেছোবাঘ।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে কাঠালতলা গ্রামের ফারুক হোসেনের বাড়িতে বাঘটি ধরা পরে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় যুবক জহিরুল ইসলাম জানান, কয়েকদিন আগে থেকেই বাঘটি লোকজনের নজরে পড়ে। তাই গত রাতে মুরগির টোপ দিয়ে ফাঁদ পাতলে মেছোবাঘটি ধরা পড়ে। ধারণা করা হচ্ছে এলাকায় আরও কয়েকটি বাঘ আছে।

বসন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। প্রাণীটিকে প্রশাসনের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, মেছোবাঘ, বাঘরোল বা মেছো বিড়াল মাঝারি আকারের বিড়ালগোত্রীয় এক ধরনের স্তন্যপায়ী বন্যপ্রাণী। ব্রাজিল, কোস্টারিকা, বাংলাদেশ, ভারত, বলিভিয়া, ক্যাম্বোডিয়া, লাউস, শ্রীলঙ্কায় এরা স্থানীয়ভাবে বাঘরোল নামে পরিচিত। এদের আবাসস্থল থাইল্যান্ড ও এল সালভাদরে। বিগত কয়েক দশকে মেছোবাঘের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।

জনবসতি স্থাপন, বন উজাড় ও অন্যান্য কারণে মেছো বাঘের আবাসস্থল দিন দিন সংকুচিত হচ্ছে। তাই এ প্রাণীটিও বিলুপ্ত হয়ে যাচ্ছে। আইইউসিএন ২০০৮ সালে মেছোবাঘকে বিপন্ন প্রজাতির তালিকায় অর্ন্তভুক্ত করে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।