ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে সুইপারের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে সুইপারের মৃত্যু

সাভার (ঢাকা): সাভারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে সুদয় চন্দ্র রায় (৪২) নামে এক সুইপারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে হেমায়েতপুর উত্তর ঋষিপাড়া এলাকার ইসমাইল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সুদয় দিনাজপুর সদর থানার বড়ল গ্রামের ঠাকুর দাস রায়ের ছেলে। তিনি হেমায়েতপুর এলাকার ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে ইসমাইল হোসেনের বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন সুদয়। এ সময় হাতে থাকা একটি শাবল ট্যাংকের ভেতর পড়ে যায়। সেই শাবল তুলতে গিয়ে ট্যাংকের ভেতর মারা যান সুদয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে বিকেলে সুদয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এসএফ/ইইউডি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।