ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাভারে পোড়া কারখানার সামনে স্বজনদের ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
সাভারে পোড়া কারখানার সামনে স্বজনদের ভিড়

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গাবাড়ির বঙ্গবন্ধু রোড এলাকার ইউনি ওয়ার্ল্ড-২ কারখানায় এ ঘটনা ঘটে।

পরে ৭টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে এ ঘটনায় কোনো শ্রমিক হতাহত হয়েছেন কিনা জানা যায়নি। কারখানার ভেতরে থাকা শ্রমিকদের সন্ধানে তাদের স্বজনরা বাইরে অপেক্ষা করছেন।

সাবিনা ইয়াসমিন নামের এক নারী বাংলানিউজকে জানান, তার ছোটবোন সুমাইয়া জুতার কারখানায় কাজ করেন। ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সাবিনা বলেন, ‘আমি কারখানার পাশেই থাকি। এটি ছয় মাস আগে শুরু হয়েছে। আমার বোন কারখানার দ্বিতীয়তলায় কাজ করতো। এখানে প্রায় ১০০ জন শ্রমিক কাজ করেন। ’

তিনি দাবি করেন, ‘কারখানায় আগুন লেগেছে সাড়ে ৪টার দিকে। সঙ্গে সঙ্গে আমি ফায়ার সার্ভিসকে ফোন দিই। কিন্তু তারা ঘটনাস্থলে এসেছে ৬টার দিকে। ’

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বাংলানিউজকে বলেন, ‘আমরা মাত্রই ঘটনাস্থলে এলাম। ভেতরে ঢুকে দেখছি। বিস্তারিত পরে বলা হবে। ’

আরও পড়ুন: আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এসএফ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।