ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিভিল এভিয়েশন একাডেমিতে বৈদেশিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
সিভিল এভিয়েশন একাডেমিতে বৈদেশিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ঢাকা: এভিয়েশন খাতের সার্বিক বিকাশে সিভিল এভিয়েশন একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে একাডেমির ভৌত অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এসিআই-আইসিএও’র সহযোগিতায় বিভিন্ন বৈদেশিক প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হচ্ছে।

 

এ উপলক্ষে রোববার (২০ মার্চ) একাডেমি প্রাঙ্গণে আয়োজিত বৈদেশিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিদেশি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা ও প্রশিক্ষণ) এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী ও সদস্য (প্রশাসন) মো. মিজানুর রহমান। এছাড়া বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এয়ারভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে রূপান্তরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্যকে সামনে রেখে এভিয়েশন খাতের সার্বিক বিকাশে সিভিল এভিয়েশন একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বর্তমানে সিভিল এভিয়েশন একাডেমিতে আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করছেন। এতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে।
 
বিশেষ অতিথি সাদিকুর রহমান বলেন, শিক্ষা ও প্রযুক্তির বিকাশে প্রশিক্ষণের বিকল্প নেই। এক্ষেত্রে সিভিল এভিয়েশন একাডেমি এভিয়েশন বিষয়ক প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বিশেষ অতিথির বক্তব্যে মো. মিজানুর রহমান বলেন, দেশে-বিদেশে এভিয়েশন প্রশিক্ষণ পরিমণ্ডলে সিভিল এভিয়েশন একাডেমিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে একাডেমিকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।