ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ছাত্রলীগ সভাপতির সহযোগিতায় দুস্থ রোগীর অস্ত্রোপচার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
ছাত্রলীগ সভাপতির সহযোগিতায় দুস্থ রোগীর অস্ত্রোপচার

ঢাকা: ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সহযোগিতায় অ্যাটলান্টো অ্যাক্সিয়াল ডিসওর্ডার রোগে আক্রান্ত এক দুস্থ রোগীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিউরো সার্জন বিভাগের অধীনে হাসিনা নামে ওই রোগীর অস্ত্রোপচার করেন ডাক্তাররা।

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, অ্যাটলান্টো অ্যাক্সিয়াল ডিসওর্ডার রোগে আক্রান্ত একজন মহিলা টাকার অভাবে অস্ত্রোপচার করতে পারছিলেন না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসে বিষয়টি আমাকে অবগত করলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মেডিক্যাল কলেজ ছাত্রলীগকে নির্দেশনা দেই।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ অতীতের ন্যায় মানবিক সকল সহযোগিতা অব্যাহত থাকবে।

এ বাপারে ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাকিউল ইসলাম ফুয়াদ বলেন, ছাত্রলীগের সভাপতি নেতা আল নাহিয়ান খান জয়ের মানবিক আর্থিক সহযোগিতায় হাসিনা নামে এক রোগীর অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়েছে। তার পরবর্তী চিকিৎসা ফিজিক্যাল মেডিসিন বিভাগে চলবে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।