ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফসলের আড়ালে গাঁজা চাষ, ধরল র‍্যাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
ফসলের আড়ালে গাঁজা চাষ, ধরল র‍্যাব গাঁজা গাছ

ময়মনসিংহ: ময়মনসিংহের সদর উপজেলায় ফসলের আড়ালে গাঁজা চাষ করায় মো. কামরুল ইসলাম নামে এক চাষিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। এ সময় ৩৫টি গাঁজা গাছ জব্দ করা হয়।

সোমবার (২৮ মার্চ) সকালে র‍্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, রোববার (২৭ মার্চ) বিকালে সদর উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কামরুল ওই এলাকার মো. করম উদ্দিনের ছেলে।  

র‍্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় বলেন, কামরুল ইসলাম নামে ওই ব্যক্তি দীর্ঘদিন যাবত গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি সে নিজের পুঁইশাক ও আখের সঙ্গে গাঁজা চাষ করেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল ঘটনার সত‍্যতা স্বীকার করেছেন।

তিনি আরও জানায়, কামরুল গাঁজা চাষ ও খুচরা বিক্রয়ের সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা,  মার্চ ২৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।