ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহী পৌঁছেছে অত্যাধুনিক লোকোমোটিভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
রাজশাহী পৌঁছেছে অত্যাধুনিক লোকোমোটিভ

রাজশাহী: রাজশাহীতে এসে পৌঁছেছে ট্রেনের অত্যাধুনিক ইঞ্জিন লোকোমোটিভ। পশ্চিমাঞ্চল রেলে সংযুক্ত নতুন ইঞ্জিনটি প্রথমবারের মতো বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ঈশ্বরদী থেকে রাজশাহী স্টেশনে নিয়ে আসা হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

বাংলানিউজকে তিনি বলেন, তিন হাজার ৩০০ হর্স পাওয়ারের ইঞ্জিনটি যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। ইঞ্জিনটির সামনে ও পেছনে রয়েছে সিসি ক্যামেরা, চালক কক্ষে এসি সংযুক্ত রয়েছে। রাতে আলোর জন্য ব্যবহার করা হয়েছে এলইডি লাইট। এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার। যদিও দেশের রেল লাইনের গড় গতিসীমার তুলনায় এই গতি বেশি।

দুপুর আড়াইটায় ইঞ্জিনটি যাত্রীবাহী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে খুলনার উদ্দেশ্যে রাজশাহী স্টেশন ছেড়ে যায়।

তিনি আরো বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনের সঙ্গে একজন করে জনবল দিয়েছে। প্রাথমিক অবস্থায় এর কোনো ত্রুটি পাওয়া গেলে তা সংশোধন বা নির্ণয় করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
এসএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।