ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

সুন্দরগঞ্জে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
সুন্দরগঞ্জে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী-ছেলে আটক

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে আদুরি বেগম (৪৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামী ও ছেলেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর (বেলেরভিটা) গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আটকরা হলেন- নিহতের স্বামী মোনারুল ইসলাম (৪৯) ও তার ছেলে আইয়ুব আলী (২৭)। তারা ধর্মপুর (বেলেরভিটা) গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আইয়ুব আলী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। রাতে তিনি মা আদুরি বেগমের সঙ্গে একই ঘরে ঘুমান। সকালে ঘরের মেঝেতে আদুরির রক্তাক্ত মরদেহ দেখতে পান প্রতিবেশীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবদুল আজিজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারসাম্যহীন ছেলে আইয়ুবের পিটুনিতে মৃত্যু হয়েছে আদুরি বেগমের। মরদেহের একাধিক স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ও ছেলেকে আটক করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।