ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

তারাবি শেষে ফেরার পথে পিকআপভ্যান চাপায় একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
তারাবি শেষে ফেরার পথে পিকআপভ্যান চাপায় একজনের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পিকআপভ্যান চাপায় আবদুল গনি মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

সোমবার (৪ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে চন্দ্রগঞ্জ বাজারের বিসমিল্লাহ সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা তাকে পাশের একটি হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগরের বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের একটি খাবার হোটেলের বাবুর্চির কাজ করতেন।  

স্থানীয়রা জানায়, আবদুল গণি চন্দ্রগঞ্জের একটি মসজিদ থেকে এশা ও তারাবির নামাজ আদায় করে বের হন৷ বিসমিল্লাহ সড়কের মাথায় গেলে নোয়াখালীগামী দ্রুতগতির একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।  

এ ঘটনায় পিকআপভ্যান চালক মো. মহসিনকে (২৮) আটক করেছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।  

হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) ওসি মৃদুল কান্তি কুরী বাংলানিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ঘাতক পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক মহসিনকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।