ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৪ সন্তানের মা হলেন লাকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৪ সন্তানের মা হলেন লাকি

কিশোরগঞ্জ: দাম্পত্য জীবনের দীর্ঘ ১০ বছর পর একসঙ্গে চার সন্তানের জননী হয়েছেন লাকি আক্তার নামে এক নারী।  

বুধবার (০৬ এপ্রিল) কিশোরগঞ্জের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চার সন্তান জন্ম দেন তিনি।

 

লাকি আক্তার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড় ছয়সূতি গ্রামের ফয়জুর রহমানের স্ত্রী।

জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৫ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে লাকি আক্তারকে হাসপাতালে এনে ভর্তি করা হয়। বুধবার দুপুরের দিকে হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইসমত আরা অস্ত্রোপচার করেন লাকি আক্তারের। একসঙ্গে চার সন্তানের জন্ম দেন লাকি আক্তার। নবজাতকদের মধ্যে দুই জন ছেলে এবং দুইজন মেয়ে। চার নবজাতকের মধ্যে তিনজনের ওজন দুই কেজি করে। একজনের ওজন ৫০ গ্রাম কম। চার ভাই-বোন ভালো থাকলেও মা লাকি আক্তার ভালো নেই। লাকি আক্তারকে হাসপাতালের আইসিইউতে ভর্তি রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।  

এদিকে একসঙ্গে জন্ম নেওয়া চার শিশুকে এক নজর দেখতে হাসপাতালে ভিড় করছেন লোকজন। দাম্পত্য জীবনের ১০ বছর অপেক্ষার পর চার সন্তান একসঙ্গে পেয়ে ফয়জুর-লাকি দম্পতির পরিবারের সবাই খুশি।

হাসপাতালের শিশু বিভাগের মেডিক্যাল অফিসার ডাক্তার মোছা.মাহমুদা আক্তার জানান, নবজাতকগুলো সুস্থ আছে। তবে তাদের অসুস্থ মা আইসিইউতে আছে। নবজাতকদের খাবারের সংস্থান হাসপাতাল থেকেই করা হচ্ছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৮৩‌১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।