ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মিটফোর্ডে নতুন শিক্ষার্থীদের আয়ত্তে রাখাকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
মিটফোর্ডে নতুন শিক্ষার্থীদের আয়ত্তে রাখাকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ

ঢাকা: রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের ছাত্রাবাসে নতুন শিক্ষার্থীদের নিজেদের আয়ত্তে রাখা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে তিনটি ছাত্রাবাসে পুলিশ অভিযান চালালেও সেখান থেকে কিছুই জব্দ করতে পারেনি।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তিনি জানান, মিটফোর্ড হাসপাতালে ছাত্রাবাসে নতুন নতুন শিক্ষার্থীদের নিজেদের আয়ত্তে রাখাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরই পুলিশ তিনটি ছাত্রাবাসে কর্তৃপক্ষের অনুরোধে তল্লাশি চালিয়েছে। তবে সেখানে কিছুই পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অবস্থান করছে।

## মিটফোর্ড হাসপাতালের ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এজেডএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।