ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাস থেকে নামতেই প্রাইভেটকারের ধাক্কায় হেলপারের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
বাস থেকে নামতেই প্রাইভেটকারের ধাক্কায় হেলপারের মৃত্যু

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বাস থেকে নামার সঙ্গে সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় লাল সবুজ পরিবহনের বাসের হেলপারের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) দিনগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাশেদ (৩৮) নামে ওই হেলপারকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাল সবুজ পরিবহনের সহকারী হিসাবরক্ষক শাফায়াত খন্দকার বলেন, আমরা জানতে পেরেছি কুড়িল বিশ্বরোড এলাকায় রাশেদ বাস থেকে নামার সঙ্গে সঙ্গেই পিছন দিক থেকে একটি প্রাইভেটকার সজোরে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

শাফায়াত আরও জানান, লাল সবুজ পরিবহন ঢাকা থেকে নোয়াখালী এলাকায় চলাচল করে। নিহত হেলপারের বাড়ি নোয়াখালী জেলায়। তবে ঠিকানা জানাতে পারেনি তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সরকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের পরিচিত এক ব্যক্তি বলেছেন, কুড়িল বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।