ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজস্থলীতে অস্ত্রসহ পিসিজেএসএসের কালেক্টর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
রাজস্থলীতে অস্ত্রসহ পিসিজেএসএসের কালেক্টর আটক চিনমুই মারমা

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের চিনমুই মারমা (৩০) নামে এক চাঁদা কালেক্টরকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

শুক্রবার (২৯ এপ্রিল) রাতে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক চিনমুই মারমা গত বছর জেএসএস সশস্ত্র দলে যোগদান করেন। শুক্রবারে পরিবারের সঙ্গে দেখা করতে এলে নিরাপত্তা বাহিনী ওই এলাকায় নজরদারি আরোপ করে। পরে তাকে আটক করতে সক্ষম হয়।

ওসি জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে রাজস্থলীর বাঙ্গালহালিয়া ইউনিয়নের রমদিয়াপাড়া থেকে পিসিজেএসএস সন্তু গ্রুপের চাঁদা কালেক্টর চিনমুই মারমাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বন্ধুক ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার নামে অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে মামলা দায়ের করা হবে।  

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।