ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

নৌযাত্রী হয়রানি বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
নৌযাত্রী হয়রানি বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল: ঈদে নৌযাত্রীদের হয়রানি আর টোল আদায় বন্ধের প্রতিবাদসহ ১২ দফা দাবিতে বরিশালে মানবন্ধন করেছে নৌযাত্রী ঐক্য পরিষদ।

শনিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক দেওয়ান আবদুর রশীদ নিলুসহ অন্যরা বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, ঈদ এলেই ভাড়া বাড়ায় মালিকরা, এতে সুবিধার পরিবর্তে যাত্রীদের ভোগান্তি আর ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এসব ক্ষেত্রে অইন থাকলেও এর প্রয়োগ নাই।

অপরদিকে পন্টুনে প্রবেশের জন্য টিকিট নেওয়া বন্ধের দাবিসহ ঈদে যাত্রীদের নিরাপত্তার জন্য ও দুর্ঘটনা রোধে লঞ্চে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম রাখার ব্যবস্থা নেওয়ার কথা বলেন বক্তারা।

পাশাপাশি অতিরিক্ত যাত্রী বহন করলে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
এমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।