ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সুরমায় মিললো নিখোঁজ যুবকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মে ১১, ২০২২
সুরমায় মিললো নিখোঁজ যুবকের মরদেহ সিলেট

সিলেট: জেলার সুরমা নদীর তীর থেকে আব্দুল কাদির (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ মে) দুপুরে সদর উপজেলার জালালাবাদ থানাধীন পীরপুর সুরমা নদীর উত্তর পাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুল কাদির জালালাবাদ থানার মইয়ারচর গ্রামের মৃত নাছির খান পুতুলের ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে নগরের কানিসাইল এলাকার মারজান মিয়ার কলোনিতে ভাড়া থাকতেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, সকালে পীরপুর গ্রামের সালাম মেম্বারের বাড়ির পাশে সুরমা নদীতে আব্দুল কাদিরের মরদেহ ভাসতে দেখে জালালাবাদ থানায় খবর দেন স্থানীয়রা। পরে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহতের স্ত্রী মাছুমা বেগমের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (১০ মে) ভোর ৫টার দিকে কানিশাইলের বাসা থেকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বেরিয়ে যান কাদির। এরপর তিনি আর ফিরে আসেননি। এ ঘটনায় এসএমপির কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের হয়।

পুলিশ জানায়, মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। ঘটনাটি হত্যা, নাকি অন্য কিছু খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মে ১১, ২০২২
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।