ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা শিবিরে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মে ১৭, ২০২২
রোহিঙ্গা শিবিরে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শিবিরে আগুনে দগ্ধ বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতেরা হলেন, নুর আলম (৫৯) ও তার ছেলে আনোয়ার কামাল (১২)।

এর আগে গত ১২ মে সকালে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১/ইস্ট, ব্লক-ডি ৪ এলাকায় আগুনে দগ্ধ হন নুর আলম ও তার পরিবারের ছয় সদস্য।

মঙ্গলবার নুর আলম ও তার ছেলে আনোয়ারের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক।

পুলিশ সুপার জানান, দগ্ধ ৬ রোহিঙ্গাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে নুর আলম ও আনোয়ার কামাল মারা যান।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ১৭ মে, ২০২২
এসবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।