ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় ৪ মাদক বিক্রেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মে ১৯, ২০২২
আশুলিয়ায় ৪ মাদক বিক্রেতা গ্রেফতার

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় পৃথক দুই অভিযানে এক নারীসহ চার জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন উর রশিদ।

এর আগে, বুধবার (১৮ মে) রাতে আশুলিয়ার বাইপাইল ও নবীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে দুপুরে তাদের আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার শুকতারা খাতুন (৩২) রাজশাহী জেলার চরঘাট থানার তাতপুর গ্রামের মো. আব্দুস সালামের মেয়ে। সে আশুলিয়ার কুড়গাঁও নতুন পাড়ায় থাকতেন।

আরেক ঘটনায় গ্রেফতাররা হলেন- বরগুনা জেলার বেতাগী থানার গাবতলী গ্রামে রকুনুজ্জামনের ছেলে মো. নয়ন (৩৫), আশুলিয়ার কুড়গাঁও এর নতুন পাড়া এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে আলী হোসেন (৪০) ও শরিয়তপুর জেলার জাজিরা থানার চিরা গ্রামের জুলমত আলীর ছেলে হিরু মিয়া (৩৩)।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে হিরোইনসহ শুকতারা খাতুনকে আটক করা হয়। অপরদিকে ওই রাতেই আরেক গোপন সংবাদে নবীনগরে অভিযান পরিচালনা করে ৮৩ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়। তারা আশুলিয়ার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করতো।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন উর রশিদ বাংলানিউজকে বলেন, এরা মাদক বিক্রির সঙ্গে জড়িত। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মে ১৯, ২০২২
এসএফ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।