ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

লেখনীর মাধ্যমে যুগান্তকারী ভূমিকা পালন করেছেন আবদুল গাফফার চৌধুরী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মে ১৯, ২০২২
লেখনীর মাধ্যমে যুগান্তকারী ভূমিকা পালন করেছেন আবদুল গাফফার চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।  

বৃহস্পতিবার (১৯ মে) এক শোক বার্তায় উপাচার্য বলেন, আমাদের মহান ভাষা আন্দোলনের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’- এর রচয়িতা আবদুল গাফফার চৌধুরী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক গর্বিত শিক্ষার্থী।

তিনি তাঁর লেখনীর মাধ্যমে ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা আন্দোলন ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। অসাম্প্রদায়িক, মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন এই গুণী সাংবাদিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ ও সমুন্নত রাখতে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে অনন্য অবদান রেখে গেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ছোটদের উপন্যাস ও নাটকসহ অসংখ্য গ্রন্থ রচনা করে আমাদের শিল্প ও সাহিত্য অঙ্গনকে সমৃদ্ধ করেছেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে বুধবার (১৮ মে) রাতে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন আবদুল গাফফার চৌধুরী।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মে ১৯, ২০২২
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।