ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাস উল্টে হেলপার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মে ২৮, ২০২২
রাজধানীতে বাস উল্টে হেলপার নিহত

ঢাকা: রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় বাস উল্টে ফজলে রাব্বি (১৬) নামে এক হেলপার নিহত হয়েছে।  

শনিবার (২৮ মে) সকালের দিকে কামারপাড়ার রসাদিয়া ঘাট সংলগ্ন মেইন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশরাফ আলী (৪০) নামে একজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তিনি টঙ্গী এলাকায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লাল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই বাস আশুলিয়া-টু-আব্দুল্লাহপুর যাত্রী নিয়ে চলাচল করে। সকালের দিকে কামারপাড়ার রসাদিয়া ঘাট সংলগ্ন মেন সড়কে বাসটি উল্টে যায়। এতে বাসে ডিউটিরত অবস্থায় মারা যায় হেলপার রাব্বি। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। রাব্বির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মে ২৮, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।