ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বোনের জানাজায় যাওয়া হলো না ভাইয়ের, সড়কে ঝরলো প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মে ২৯, ২০২২
বোনের জানাজায় যাওয়া হলো না ভাইয়ের, সড়কে ঝরলো প্রাণ

বরিশাল: ৭০ বছর বয়স্ক বড় বোন ময়না বেগম অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন শনিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায়। তার জানাজার নামাজ রোববার (২৯ মে) সকাল ১০টায় গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

আর সেই জানাজার নামাজ ও দাফনে অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে বরিশালের বাকেরগঞ্জের উদ্দেশে শনিবার রাতে রওয়ানা হয়েছিলেন ছোট ভাই রমজান হাওলাদার (৪০)।  

ঢাক‌ার রাইনখোলা থেকে পিরোজপুরের কাউখালীগামী যমুনা লাইন পরিবহনের একটি বাসে চেপে বসেন। আর সে বাসটি বরিশাল নগরে পৌঁছার আগেই উজিরপুরের বামরাইল ও সানুহারের মধ্যবর্তী স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনাকবলিত হয়। যে দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন রমজান।  

রমজান ঢাকার সাভারের জিরাবোতে একটি গার্মেন্টেসে সিকিউরিটি গার্ডের দায়িত্বে ছিলেন।  

নিহত রমজানের মেয়ে জামাই মেহেদি হাসান সজল জানান, দুজনের মৃত্যুতে তাদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

উজিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সালাউদ্দিন জানান, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মে ২৯, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।