ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ 

জাতীয় সংগীতের সময় অঝোরে কাঁদলেন প্রবীণ গুণীজন সাংবাদিকরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মে ৩০, ২০২২
জাতীয় সংগীতের সময় অঝোরে কাঁদলেন প্রবীণ গুণীজন সাংবাদিকরা

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়েছে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ প্রদানের মূল অনুষ্ঠান। প্রথমবারের মতো দেশে সাংবাদিকদের সম্মানে এত বড় আয়োজনে তৈরি হয়েছে এক আবেগঘন পরিবেশ।

৬৪ জেলা থেকে উপস্থিত গুণী সাংবাদিকদের মধ্যে উপস্থিত রাজবাড়ী জেলা থেকে আগত গুণীজন সাংবাদিক মো. সানাউল্লাহ অঝোরে কেঁদে ফেলেন। সবাইকে দেখা যায় আবেগে আপ্লুত হয়ে উঠতে। অনুষ্ঠানজুড়ে তৈরি হয় ভিন্ন রকম এক মুহূর্ত।  

জাতীয় সংগীত শেষে মঞ্চে ওঠেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, অনুষ্ঠানের উদ্বোধক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, অনুষ্ঠানের সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং জুরিবোর্ডের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম রহমান। অনুষ্ঠান পরিচালনা করছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা বুবলী।  

এর মধ্য দিয়ে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ঘিরে সাংবাদিকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কারা পাচ্ছেন বহুল প্রতীক্ষিত এই পুরস্কার, এ নিয়ে ছিল ব্যাপক উদ্দীপনা। অনুসন্ধানী প্রতিবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর ঢাকার সাংবাদিকরা ছাড়াও মফস্বল থেকে প্রচুর প্রতিবেদন জমা পড়ে। পুরস্কারের পুরো প্রক্রিয়াটি হয়েছে অত্যন্ত স্বচ্ছ ও প্রভাবমুক্ত। এ লক্ষ্যে গঠন করা হয় আন্তর্জাতিক মানের জুরি বোর্ড।  

অধ্যাপক ড. মো. গোলাম রহমানের নেতৃত্বে জুরিবোর্ডে ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত, সম্প্রচারে আসার অপেক্ষায় থাকা টেলিভিশন চ্যানেল ‘টিভি টুডে’র প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব, আলোকচিত্রী ও লেখক নাসির আলী মামুন, চলচ্চিত্র শিক্ষক গবেষক ও পরামর্শক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, দেশে বিদেশে অনুসন্ধানী সাংবাদিকতা করে ব্যাপক পরিচিতি পাওয়া জুলফিকার আলি মাণিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ৩০, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।